আমি কবি না।
তোমার কাব্য হতে চাই।
যে কাব্যের প্রতিটা কবিতা হবে তুমি,
আর আমি হবো তার লাইন।
আমি মাঝি না।
তবুও তোমায় নিয়ে
ভেলা ভাসাতে চাই।
ভেলায় চড়ে অনন্ত
সেই প্রেম যমুনায় যাই।
আমি সুরভিত সেই ফুল
যে ফুলের সুবাস তুমি।
যার গন্ধে গন্ধে
আমি হই ব্যাকুল।
আমি সেই কন্ঠ
যে কন্ঠের মধুর স্বর তুমি।
যার গলার সুর
আমি হই তোমাতে বিভোর।
আমি সেই উন্মাদ
তুমি হলে তার কারণ
যাকে ভালোবাসাতে
নেই এতটুকুও বারণ।