তুমি তাকালে আমার দিকে,
আমি থাকি না এ ভূপৃষ্ঠে,
বুদ্বুদ হয়ে আমি,
উবে যাই আকাশ পানে।
তুমি কথা বল যখন,
চিত্তটা মোর স্থির থাকেনা তখন,
প্রতিটা শব্দ আমার কানে বাজে,
সুরেলা গানের মতন।
তোমার মিষ্টি মধুর হাসি,
আমি সবচেয়ে বেশি ভালোবাসি,
তোমার চোখে দেখিলে অশ্রুজল,
আমার বক্ষ মাঝে জ্বলে হে অনল।
তোমার প্রেমের আবেশে,
আমি হয়েছি আবেশিত,
আজ তাই প্রেমিক হয়ে,
আমি প্রেম সাগরে ভেসে বেড়াই।
জীবনের মাঝে তোমার উপস্থিতি,
দিয়েছে এক অকৃত্রিম অনুভূতি,
যে অনুভূতি ভাষায় প্রকাশ করার
ক্ষমতা আমার নেই।