চারদিকে যখন বিদায়ের ঘোর,
শুনা যায় শুধু বিলাপের সুর,
অমন সময় কেন তুমি,
দিলে হে মোরে দেখা?
হৃদয়ে তুমি দিলে যে দোলা,
করিলে আমারে আত্মভোলা,
মোর জীবনের ছোট্ট ভেলা,
আর যে নড়তে চায় না।
নির্দ্বিধায় তুমি বলিলে যাহা,
সেটা কী তোমার অন্তরের কথা?
নাকি নিছক আবেগের বশে,
আমায় বলে ছিলে তাহা?
তোমার মুখের বুলি গুলো,
জটিল ধাঁধার মতো,
বিচলিত করেছে আমায়,
তোমার প্রতিউত্তরের জন্য,
আমি রয়েছি প্রতীক্ষায়।