তাহার তরে ভাসিয়ে মোরে,
মগ্ন হয়েছি ভাই,
আজকে আমায় উতলা করে,
তাহার দেখা নাই।
পিছু পানে তাহার ছুটিয়া ছিলাম,
পাইনি যে তার দেখা,
দৃষ্টির অগোচরে রাখিয়া নিজেরে,
আমারে করেছে একা।
হাসিমাখা মুখে নিয়েছে বিদায়,
বুঝতে দেয়নি মোরে,
আর যে সে আসবে না ফিরে,
এ অধমের তরে।