যখনই আমি ব্যর্থ হই,
তবে সামনে দেখি অন্ধকার,
কাজ করার প্রেরণা যেন,
বারংবার খুঁজেও পাইনা আর।
সমস্যাটা যখন জটিল হয়,
আর মিলে না কোনো সমাধান,
হেরে যাওয়ার মহাভয়,
তখন করে মনকে আনচান।
কখনো কেউ কষ্ট দেয়,
বুক ভরা থাকে যন্ত্রণা,
চারপাশের শত মন্ত্রণা,
আর শান্ত থাকতে দেয় না।
কখনওবা কৌতুকের ছলে,
অনেকেই ফোড়ন কাটে,
তাদের মুখের অট্টহাসি,
আর যে আমার সহ্য হয় না।
কাছের মানুষের অবহেলা,
এত সহজে যায় না ভুলা,
তাদের অনাকাঙ্ক্ষিত ব্যাবহার,
করছে আমায় চুরমার।
সমস্যাপূর্ণ এই জীবনে,
মাঝে মধ্যে আসে মনে,
কুচিন্তা তার সৈন্য নিয়ে,
সমস্বরে চেঁচিয়ে উঠে,
কী হবে ভবিষ্যতে?
মুখ দেখাবো কেমনে?
কী বলবে সমাজ?
জীবনটা রেখে লাভ কী বলো?
সমস্যা ঘুচবে ওপারে চলো।
পরক্ষণেই আসে মনে,
দশ মাস দশ দিনে,
কত কষ্ট সহ্য করে,
মা দিয়েছে জন্ম মোরে,
কোনো কিছুর বিনিময়েও,
সে ঋণ চুকাতে পারবো না।
সারাদিন কষ্ট করে,
বিশ্রামকে ঠেলে দূরে,
যে পিতা মোরে করেছে লালন,
করা হয়নি তার শত স্বপ্ন পূরণ।
সৃষ্টিকর্তা পাঠিয়েছেন মোরে,
কোনো কিছু করার লাগিয়া,
সেই সবচেয়ে বেশি কষ্ট পাবে,
আমি যদি যাই পলাইয়া।
সবশেষে সিদ্ধান্তে আসি,
জীবন থেকে বড় কিছু না,
নয় হে কোনো যন্ত্রণা,
সমস্যার সমাধান খুঁজ প্রিয়,
জীবন বিসর্জন দিও না।
জীবনটা যে অমূল্য, সুদুর্লভ ধন,
কর্ম করেই সার্থক করব এ জীবন।