আকাশ পানের পাখি,
শুধু তোমায় ভালোবাসি।
সমতলের দুনিয়াতে,
আসবে কবে তুমি?
তোমার দিকে চেয়ে,
মনের প্রশান্তি পেয়ে,
চোখ ফিরাতে গিয়ে
ফিরাতে পারছি না।
আকাশ পানের পাখি,
কেন দাও হে মোরে ফাঁকি?
তোমার কাজল কালো আঁখি
কেন দেখিতে পাই না?
স্বপ্নময়ী পরী,
রহস্যময় নারী,
তোমার সুমধুর ভাষ্য,
কেন শুনিতে পাই না?
আকাশ পানের পাখি,
তোমায় দেখার ইচ্ছা রাখি।
সমতলের দুনিয়াতে,
আসবে কবে তুমি?