বেয়নেট লাল,
ছিটকে পড়ছে তোমার হিমোগ্লোবিন।
আগ্রাসী তুমি, মৃত আজ।
পেশোয়ারে সেলিনা বুজি'র কপাল পুড়ল।
অধিকারের সবুজ ঘাস জুড়ে লাল রক্ত,
মাটি চিরে যে ঘাস উড্ডীন।
এ মাটি একান্তই মাধবীর,
নূপুর নিক্কণে আলোড়িত।
মাটিজুড়ে কুঁড়েঘর,
এলোমেলো খেলে বেড়ানো আমাদের পুত্রের পদধ্বনি,
খড়গাদা, আমাদের ধবলীর খোরাক।
আউশের গন্ধমাখা আমি ফিরে এলে,
উদ্বেল মাধবী।
ক্ষুন্নিবৃত্তির অবসানে আমার মুখ জুড়ে পুঁইবিচি,
শব্দ মটমট, মটমট।
আগ্রাসী এ সম্পর্কে তোমার কোন ধারণা নেই,
বেয়নেটই তোমার প্রাপ্য।