হয়ত মানুষ বলেই বিরক্তি লাগে!
হাই উঠে,
মুখভর্তি বেজায় হাই,
বাসী রাতের গন্ধ।
মানুষ হওয়াই বিরক্তিকর!
খেতে থালা লাগে,
বিয়েতে মালা লাগে,
প্রস্রাবে নালা লাগে,
যুদ্ধে লাগে পলাশীর প্রান্তর!
বরং কুকুর হওয়া ভাল!
দেয়াল চেটে খাও ইটের শৈবাল,
সকলের সামনেই নির্ল্লজ রমণ।
কখনো তাই,
হাত দুখানা পা মনে হয়!
চার পায়ে উঠে দাঁড়ায়,
রসালো জিহ্বা ধরি বাতাসে,
মলয় বাতাস।
তোমার গা চাটবে বলে,
এ কুকুর জিহ্বায় তখন চৈত্রের ঘ্রাণ!
অথবা বিড়াল হই এক ;
একজন বিড়ালী খুঁজি ;
জরায়ুহীন - বৃহন্নলা!
কিন্তু গোঁফ আবশ্যক।
গোঁফে গোঁফে খুনসুটি হবে,
হবে আলাপ!
বিছানা প্রয়োজন নেই - মানুষের মত!
তবু আজো মানুষ বলে,
হৃদয়ে জানালা আছে।
জানালায় দু'জন মর্ধবর্তিনী ;
এক কুকুর,
এক বিড়াল,
গোঁফহীন ও গোঁফেল জুড়ি,
পরবর্তী মহাকাশের মোড়ল!
জিহ্বার থুতু কিছু ছড়িয়ে,
পৈত্রিক সম্পত্তির গোঁফে,
খানিক তা দেই।
ভাবি - কোনটি আমি?
কুকুর না বিড়াল!