তুমি কাঁদবে তাই,
কর্মযজ্ঞে দরখাস্ত ;
আমার আর্তির দলিল!
বড়বাবু - "ছুটি চাই"
ছুটি পেলেই সরোবরে যাব!
স্বচ্ছ জলে ধুয়ে নিব গা।
তুমি কেঁদেছো তাই,
নোনা জলের স্বাদ পেলাম।
পেলাম সামুদ্রিক হৃদয়ের ঘ্রাণ!
সরোবর বৃথা তাই।
নোনা জলে ধুতে হবে গা।
জল রসায়ন সমুদ্রে বিহ্বল!
না কাঁদলে সরোবর,
কাঁদলে সাগর।
এ সকল বেদনার্তি,
জনৈক মুখার্জির!
ধলেশ্বরী দেখেনি তাই।
চেয়ে দেখো -
এ নদী ধলেশ্বরী,
স্থবির জলের আবাস।
কলমীর গা ছুঁয়ে
রূপালী মাছ আর মাছরাঙাদের ঠোঁটে,
যে জল - সে আমি দেখেছি
তোমার চোখে।
তুমি কাঁদবে ও কেঁদেছো বলে!
এ নদী ধলেশ্বরী,
জল ছলছল।
নুন ও মাটির গন্ধমাখা।
আমার আর্তির দলিল!
বড়বাবু - "ছুটি চাই"
ছুটি পেলেই ধলেশ্বরী যাব!