কাল রাতে,
নগরের প্রতিটা বাগানে হেঁটেছি আমি ;
জোছনাকে পাঠিয়েছি হিমালয়ে ;
মেঘেদের সমুদ্রে!
কিন্তু বুর্জোয়ার বাগানে কেবল বোগেনভিলিয়া,
হিমালয় জুড়ে রডোড্রেনডন,
সমুদ্রে পরাশ্রয়ী অর্কিড!
পৃথিবীর কোন খাঁজে পেলাম না,
একটি অসূর্যস্পশ্য গোলাপ!
এ অপ্রতুলতায় ক্লান্ত নই মোটে ও।
তাই অপেক্ষমান পোস্টম্যানের ছায়াখামে পাঠালাম,
হৃদয়চেরা ক 'টি রক্তবিন্দু।
উজ্জ্বল স্নিগ্ধ লাল,
অসূর্যস্পশ্য গোলাপ যেন।
জানি, তোমার ছোঁয়ায় ওরা স্পর্ধা পাবে,
নিঃশব্দ চিৎকারে গাইবে ভালবাসার গান।
মিনতি, শুধু খামটা খুলো ;
প্রেরক এ পরিচিতই, অনাদরের ঘাসফুল!
পায়ে মাড়িয়ো না।
খানিক এ করুণায় আশা,
হৃদয়ে আমার গোলাপ, রক্তই ভালবাসা!