এ পূর্ণিমায়,
বয়োবৃদ্ধ বৃক্ষের মুঠোভরা আঁধার-
গাঢ় কালো,
কয়েকফোঁটা ঢেলে নিয়ে পেয়ালায়
জন্ম নেয় ব্ল্যাক কফি!
এক চুমুকেই মাধবীর ঠোঁট হয় কালো!
অতপরঃ আমার ঠোঁট,
আর আমার ঠোঁট ছুঁয়ে,
মাধবীর তিন খোঁপার চুল,
নীল তোয়ালে মাখা,
গাঢ় কালো।
কালোর আবেশী ঐ নীলে,
সুনেত্রার মুখ ;
যেন পরশে বুলিয়ে দেয় অদ্ভুত আবেশ!
গাঢ় কালো এক!
এ হেন নারীকুল সুনেত্রা,
শতাব্দীর শেষ সময়ের আধুনিকা,
চুম্বনে সিগারেট - ছড়িয়ে দেয়,
থোক থোক ধোঁয়া,
ছোপ ছোপ আঁধার,
গাঢ় কালো এক।
এ পূর্ণিমায়,
থকথকে কালো দাগ তাই,
পৃথিবী ও পৃথিবীর হৃদয়ে!