মেয়ে, কেন ভালবাসার কথা বল!
ওসব স্পর্শ করে না আমায়।
তোমার ভালবাসায় মাদকতা নেই,
গায়ে নেই ঘ্রাণ।
আজকাল বরং এক গন্ধ পাই তাতে!
প্রাচীন উৎকট গন্ধ।
নাড়ী পাক দেই আমার,
গলগল করে মদ উগড়ে দেই।
যে মদে ছিল মাদকতা,
আর বেশ্যার বেশাতির ভালবাসা।
যা তোমার গায়ের ঘ্রাণ জোগাবে বলে,
আমার চেতনার রন্ধ্রে, একটা গন্ধ ঢেলে দেয়!
প্রাচীন উৎকট গন্ধ।
প্রতারণা করে আমার মৃতপ্রায় অস্তিত্বের সাথে!
সেই বেশ্যার বেশাতির গন্ধ আর দোকানের মদ,
যাদের ঘ্রাণ নেই,
এবং ঘ্রাণে তুমি নেই!
শুধু গন্ধ আছে, প্রাচীন উৎকট এক,
আমার নাকের প্রতিটি রোমকূপ জুড়ে।
ঠিক জানি আমি,
এ অনাদি ভালবাসার ঘ্রাণ নয়,
এ আমার মৃত ভালবাসার লাশের গন্ধ!