তুমি গোঙ্গাচ্ছ তাই,
ধলেশ্বরীর বয়েই গেছে!
নিজেই সে নাব্যতাহারা, মৃতপ্রায়।
চোখ মেলে দেখ,
মথিত কাশবন - সৌরকর মাখছে গায় ;
সূর্য দিচ্ছে তাই!
কাশবনের কি দোষ বল?
কি দোষ বল ধলেশ্বরীর?
নাব্যতাহীন, মৃতপ্রায়।
চোখ বুজে তাই,
জলে ধুয়ে নাও,
জোছনা ও ঘামের ঘ্রাণ,
থুথুময় গা!
অথবা, চিৎকার দাও
জেনো, তুমি রটালেই রটে -
আমার আর্দ্রতা শেষ।
মহব্বতের দিন ফুরিয়েছে কবে,
সূর্য দমেনি বটে।
স্লোগান হবে না জেনো -
"নেত্যকালীর যোনির বিচার চাই"
ছটাখানিক চন্দন বেহুলা মেখে দেবে না গায়।
বেহুলাকে চেনো তো?
প্রাচীন সতী নারী এক ;
অসতীদের ঘৃণা করে তাই।