হয়তো কিছু সহানুভূতি
নয়তো বাঁধা নিন্দে,
কোনটাকে কে করবে আপন
রাজকীয়তার অন্তে।
বললেম বটে রাজকীয়,
ভুল বুঝনা সৈনিক,
খড়্গ হাতে ঘুঙুর পায়ে...
...শিবম্, অদ্ভুতম্ শ্রী দৈবিক?
প্রশ্নভাবে উগ্র চণ্ড?
সৈন্য আমার শান্ত হও।
বাকি আছে ঋণ জনমে, মরণে,
বিফল বিনাশ যদি সৃষ্টি না পাও।
সৃষ্টি, স্বরূপা অনিমেষ ধারা
মহাকাল কাল প্রবাহী তায়
মাতৃবক্ষে গঙ্গা ধারণ
হে পূজারিনী অর্ঘ্য নাও...
পূজারিনী মহাযোগিনী রাজে
বসত বাড়ি অন্তঃপুর
মহাকাল বাঁচে রাজকীয় সাজে
উজান শক্তি শ্মশানে দূর।
প্রতি প্রতি জন্মে যজ্ঞাহুতি
পূজারিনী অর্ঘ্য পায় না,
প্রতি জনমে আত্মাহুতি
পূজারিনী যোগী হয় না।
হে পূজারিনী অর্ঘ্য দিলাম
ভুজঙ্গ সিদ্ধ বিষপ্রভা।
তব দন্ডা সিদ্ধি সায়কে
করো উন্মীলিত শুভম্ শুভা।