লাল ,হলদে আলোয় কানামাছি খেলতে খেলতে
মিলিয়ে গেল উড়োজাহাজ...
দু ডানায় ভেসে হাওয়ায়
ঐ দূরে,যেখানে
মেঘনাদের বাড়ি।
সেখানে ঘরে ঘরে তারা ফুটে থাকে।
হাত বাড়াই অলক্ষ্যে,
যতক্ষণ না সে মিশে যায় সাদা আকাশের নীচে।

আমি ফিরে তাকাই
জানিনা, গোপন যত স্বপ্নলিপি
কোন বন্দরে এলাম ফেলে,
আমার কাগজের উড়োজাহাজ
কত দূর গেছে চলে?

লুকোচুরি ফেলে, আমিও কি একদিন যাব?
ওই মেঘে...