দেওয়ালের খোপে যত্ন করে রাখা বইগুলো
মখমলের মলাট, ভারী সুন্দর
প্রতিদিন দূর থেকে দেখে মনে হয়েছে
না জানি স্বর্নাক্ষরে কি কাহিনি আছে লেখা,
অন্য কোনো অমিত লাবণ্যর কথা।
একদিন হাতে নিয়ে বসে পড়লাম
জীবনের বেশ কয়েকটা মুহূর্ত গেল চলে,
"শেষের কবিতা" র সন্ধানে না জানি কত দূর হেঁটে চলে যাই,
তারপর কাঁচের দেওয়ালে আটকে পড়ে সব,
শেষ ঠিকানাও যায় হারিয়ে,
ঠিকানা? শেষের কবিতা ?
সব শেষ তো কবিতা হয় না !