ভুল একটা হচ্ছে কোথাও!
ভুল একটা হয়েছে কোথাও!
কেবলি ভুলের প্রকাশ ব্যথায়
দুটি মুখ মুখোমুখি
দুটি চোখ চোখের দুনিয়া থেকে দেখছে একে অপরকে
কথা বলছে
বলে চলছে
দুজনেই।
একে অন্যের হয়ে, একে অন্যের কাছে, একে অন্যের জন্য
ভুল তবু থামছে না কোনো অক্ষরে
দুটি কান্না কাঁদছে
দুটি সুখ ডুবছে
দুটি প্রাণ একে অন্যের অর্ঘ্য হয়ে অপেক্ষার মালা বাঁধছে
ভুল তবু থামছে না কোনো অক্ষরে
অবাধ্য উক্তিরা যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে,
যে যার মতন , যে যার পথে।