একটা সময় চোখের জল
একটা সময় মৃতপ্রায়
একটা সময় একাকীত্ব
একটা সময় স্মৃতি, স্নিগ্ধ
তাকেই ঘিরে একটা সময়
ব্যাথার বহিঃপ্রকাশ।
একটা সময় অভিমানি
একটা সময় আঁধার পাখি
একটা সময় খুব অচেনা
অজান্তে সে ব্যথার বেদন
হারিয়ে যাওয়ার খোঁজে।
একটা সময় খুব কাঙালি
সেই সময়ে মনের গহ্বর
পূর্ণ করে কত সুখস্মৃতি
ডাকনামটা আবার শুনি
চোখ আড়ালের লুকোচুরি
খেলি...
ফুলের রেণু ছড়িয়ে চুলে
পালিয়ে যাই দূর,
গুরুগম্ভীর চোখের নীচে
লুকিয়ে রাখা খুশি
দেখি হঠাৎ...
ঝিনুক সজ্জা,মাটির পুতুল
একটা সময় সব পূরণের
হয়তো নতুন ঘটছে না আর
নতুন কোনো খেলা
যা ঘটেছে কম কিবা
অনুভবের মেলা।
যতন যতন সকল স্মৃতি
যতন করি তোমায়
মৃত্যু দেখ হার মেনেছে
তোমার নতুন ঠিকানায়।।