অন্তর তব মিলবে না যদি
সে খেলা ভাঙিয়া যায়,
কি যে লিখি, মনের দ্বিধায়
বেলা শেষেও বলা নাহি যায়।
মন প্রাণ দিয়া যাহা করিতাম এককালে,
কিভাবে যে হারায়ে গেল সে ধন,
ভাবিতে বসিলেম,অবাক হলেম কেবলি
কেমনে ছাড়িয়াছি মম শান্।
প্রভুরও কৃপার বেদনা আজি রহিয়াছে নিঠুর ভালে?
আমিও যে দুষিলাম তারে, এমনও হল কালে!
না না এতো ক্ষণিকের ভ্রম;
লাজ হয় ,শুধু ভাবি ফিরিবে কি সে দিন
খুঁজিয়া মরি কোথায় পাব মরু বালুকাহীন।
ওগো হৃদয় একটিবার দেখাও সে দ্বার
যে দ্বারে খেলিতাম কত, ছড়াইয়া আলোর কর।
ভোরের কিরণে রবির বরণে,খেয়ালি দুপুর ক্ষণ
শান্ত বিকেলে আপন স্বরের স্বপ্ন সমর্পণ।
আহা! কি ছিল সে দিন।
সে দিন হারায়েছে -এ কিসের পরিণামে!
প্রতিবাদ তাই ভরিয়াছি মম আপন অন্তরে
প্রাপ্তি কতটুকুই,
সার হবে সবই ,না যদি বাই পারের খেয়ার শেষ পথ অতি।

কত সাধনার মগন রতন ফেলি আজ ছড়াইয়া,
বিষের জ্বালা মারিছে সদাই পড়িছে উছলিয়া
কিবা দোষ ছিল ,কিবা ছিল অহংকার
ক্রোধ ছিল,ভয় ছিল আপনারে হারাইবার
হারাইলাম তবু ,হারিলাম তবু কিসের আশা জাগে মনে
এ সাগরের প্রতিটি বিন্দু উঠিবে নবকলেবরে।
ধরিতে নারি আজি খুলিলাম পাল,
বাইও তরী নিজের মতো
হাল ছাড়িয়াও নীড় চাহিয়াছি
এ সাধনাই বা কত।।