খোলা জানালায় এসে দাঁড়িয়েছি
কুয়াশায় আবছা নবমীর চাঁদ।
নিশাচরী ডাক নেই ,কানে সরোদ বাজছে।
প্রভূত শান্তিতে ঘুমিয়ে পড়েছে সামনের বাঁশবন,নারকেল পাতা স্থির,আলোড়ন নেই পুকুরের জলে।
এই নিরপরাধ নিস্তব্ধতা নষ্ট করার অনুমতি একমাত্র 'সরোদ' -এর।
তাই আজও সে হিমের ভেতর দিয়ে মুড়িয়ে দিয়েছে সুরের অচেনা চাদর
সময়ের বেড়ি খুলে ভেসে যাওয়া যায় এই বেলা,
এই বেলা পথে চেয়ে মুঠো খুলে ফেলা।
চোখ ফেরালাম হাতের দিকে,
"আমাকে নামতে হবে পরের স্টেশনেই,
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো ?"
থেমে রইলাম কিছুক্ষণ,তারপর বললাম,
হবে দেখা,এই আজ যেমন হল।
দুরন্ত বাতাসের স্বাধীনতা চিরে দাঁড়িয়ে থাকতে দেখব তোমায়।
তখন আমি বহুদূর স্টেশনের প্রান্তে,
প্রশ্নটা চাপা থাক 'সরোদ' এর সুরে,আমার জন্য।।।