স্বাগতা, দম বন্ধ হয়ে আসছে আমার
তুমি বলেছিলে শেষ ট্রেনে দেখা হবে আমাদের
গন্তব্যে পৌঁছে গেলাম বলে,
তুমি নেই।
এখনও ট্রেনটা ফাঁকা
ধকধক করে বুকের ভেতর দামামা বাজছে
নিঃশ্বাস টলোমলো।
জিজ্ঞেস কোরোনা, কখন কোথায় কবে শেষ ট্রেনে উঠে পড়েছি
আমিও জানিনা ঠিক।
শুধু জানতাম, তোমার সঙ্গে দেখা হবে।
ভয় কোনোকালেই ছিলনা আমাদের, তুমি জানো।
মহাসাগরের বুকে তুফানি রাতের বকশিশ পাওয়া জান
সে তো এতো হালকা নয়,
তবু এক অদম্য ভয় জাঁকিয়ে বসেছে জোঁকের মতন
শরীরের সব রক্তবিন্দু শুকিয়ে যাচ্ছে একটু একটু করে ।
স্বাগতা , এখনও উদগ্রীব হয়ে চেয়ে আছি
ছুটন্ত মাঠ
ডিঙির পাশে ডিঙিতে ঢেউ এসে লাগছে
বাতাসের গতিতে ঝড়ের ইঙ্গিত।
প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মে মানুষের ছুটে ফেরা।
ভিড় কিছু কম নয়
ট্রেনটা এখনও ফাঁকা ।
তোমার জন্য অপেক্ষারত।
স্বাগতা, ডুবো জাহাজের কোনও প্রকোষ্ঠে যদি তুমি নিজেকে আটকে রাখো
যদি কোনও উপায়ে এই ট্রেন ছেড়ে যায়,
তবে সমুদ্রের মহাকোলাহলে আর আমাকে খুঁজতে চেষ্টা কোরোনা যেন।
একদিন এক পারাপারে উপন্যাসের পাতায় পাতায় আমাদের গল্প লেখা হয়ে গেছে।
জীবনের মূল্য দিতে গিয়ে খাতে খাতে সে সব সঞ্চয় ফুরোলো।
তোমার কাছে গচ্ছিত যা কিছু তা তোমারই থাক।
আমি চাইব না।
প্রতি নিঃশ্বাস স্থিরতা ডেকে আনছে
সবুজে ভরা মাঠ,
সবুজ আকাশ
সবুজ পালকের ওড়াওড়ি
এত সবুজ এর আগে আমি আর কখনও দেখিনি।
আবছায়া তোমার মুখ ঝাপসা দৃষ্টি জুড়ে
এরপর সন্ধ্যা তারার পথে, এরপর স্টেশন নেই আর একটিও।