এস আজি সোনাঝরা,
দেখ দিন মনোহরা
মেঘে ভাসি দূর,বহুদূর
অনুনাদে কাঁপে প্রাণ,
সুর তুলে গাহ গান
দেখিবে ধরণী কাঁদে সুখে।
অন্তরে বাহিরে মিলাইবে ধীরে,
আপনি উড়াইবে বিজয় কেতন
নব নব উল্লাসে!
গাঁটবন্ধন হইয়াছে কেমন
জল,বায়ু,মৃত্তিকা সনে।
আজি সোনার ফসল ফলা,
কৃষকের বিজয়মালা,
নবধান আসিতেছে ঘরে।
রবির কিরণ আসি
সোনার বরণে ভাসি
লুটাইছে দশ দিশি,
মুগ্ধ আঁখিপট মোর।
ফসল হইলে কাটা
ঝাড়া-বাছার ঘনঘটা,
সেও কি অপরূপ দৃশ্য!
শঙ্খ বাজায় সবে,উলুধ্বনি করে
নবধান আসিতেছে ঘরে,
আজি সাজায়ে বরণডালা
সবে তাহারে বরণ করে ।।