যে জীবনে রোদ ছিল
আলো মেঘ মিশে যাওয়া
পায়ে পায়ে হাঁটি হাঁটি
বালি ধূলো ধুয়ে যাওয়া,
চেনা চেনা আবদারে ফাঁকি
আজ তাকে স্মৃতি নামে ডাকি।
সন্ধ্যার মোসায়েবি
রাতেদের কালো
চৌকাঠ ঘিরে ঘিরে
শিশিরের পালক,
কোথায় যেন কি সুখেতে ফাঁকি
তবু যদি স্মৃতি হয়ে থাকি।
জানালা জুড়ে লেখা
অপেক্ষার কতকথা
অক্ষরে মিলমিশ
থাকা বা না থাকা,
যে ছবি অন্তরে ঢাকি
আজ তাকে স্মৃতি নামে ডাকি।