শীত লেগেছে গাঁদায় গাঁদায়,
       তড়িতাহিত চুল
প্রজাপতিটা ঠিক চিনে নেয়
     তুলসিগাছের ফুল।
হুহু বাতাস কান কাঁপানো
     বাসের ছাদে উঠি
সঙ্গে আমার জোয়ান প্রেমিক,
      একমাত্র লাঠি।
দু হাত মেলি,পরিযায়ী,
    অন্য দ্বীপে যাব
উড়িয়ে ডানা অবুঝ হাওয়ায়
    মেঘকে ঢাকা দেব।
শীত লেগেছে পশমি কাঁথায়
    গতিতে চোখ রাখি
এক পো দুধ, এক মুঠো চাল
    নলেন গুড়ও সুখী।
পার হল কত,পার হয়ে যায়
    মানচিত্র, নির্ভুল
প্রজাপতিরা ঠিক চিনে নেয়
     তুলসিগাছের ফুল।


**ঘোর চৈত্রে শীত? শীতই তো..."