দুরন্ত বাসের জানালা দিয়ে
মাঝে মাঝে দেখেছি,
এসপ্ল্যানেডের মোড়ে
তপ্ত পিচের উপর উবু হয়ে বসে থাকা এক শিল্পীকে।
আনমনে করছে খেলা,রঙতুলি ছাড়া।
কালো ধূলির ক্যানভাসে
কখনও খ্রীস্ট,কখনও বা শিব
রূপ পায় তার রঙিন চকের গুঁড়োয়।
পথিকের বাহবা কুড়ায়,কুড়ায় পারিশ্রমিক
শিল্প যে তার জীবন রসদ,
তাই মাঝে মাঝেই দেখেছি-
তপ্ত পিচের উপর মাটিতে বুক রাখা ঐ শিল্পীকে।
সন্ধ্যা হলে যায় ফিরে
অন্ধকারে,
দমকা হাওয়ায় এলোমেলো চকের কণা
উড়ে যায় সৃষ্টির  সাথে,
পড়ে থাকে কেবল তার সীমারেখাটুকু।।