দাঁড়িয়ে রইলাম চুপচাপ

একা...

কিছুটা অবাক বটে,

কত অন্যায়, কত অবহেলা,
কত আঘাতের ক্ষমা আছে তোমার কাছে,
আছে চোখের জল।
আছে বিশ্বাস- পুনর্জন্ম -ভালবাসা।


শুধু বারবার বাড়িয়ে দেওয়া হাতের আঙুল
ভাঙতে ভাঙতে নিরাপদ দূরত্বে সরে যাও তুমি,

ক্রমশ ...ক্রমশ....


মরে যাওয়া স্নেহ মৃতদেহের কাফন জড়িয়ে

একমুঠো মাটি চেয়ে কাঁদে।

সেথায় তোমার স্পর্শ নেই,

অস্তিত্ব নেই।

বন্ধ দরজার একপারে রক্তাক্ত হাত
শেষ অবধি অপেক্ষারত ।

অসীম দূরত্বে
সরে গেছ তুমি,

দেখলাম, চুপচাপ

তোমার চোখে জল নেই

নেই বিশ্বাস

নেই পুনর্জন্ম-ভালবাসা ।।