পথিক ছিলাম আমি!
দুঃখীর মতো ঝরি কবিতায়,
কখনও আশার আলোয় বাইয়ে দিই স্বপ্নতরী।
প্রবল বরষা নিয়ে বুকে,
কখনও ভাসিয়ে যাই গহন জীবন লহরী।
কীসের সাধে,দিলাম খাদে ঝাঁপ?
......ঝরণা হলাম আমি।
রামধনু রঙ ছড়াল ,দিকদিগন্ত ভরাল
স্বর্গ হলাম আমি।
যদিও চরে রইল পড়ে বালি,
দুকুলে দিলাম দুহাত ভরে পলি,
ধন্য হলাম আমি।
মোহনার দেশে,সমুদ্র আবেশে
দ্বীপ সাজালাম তোমার জন্য,
সুন্দরী,গরান,হেতাল,কেয়া
তুমিও অশেষ বাইলে খেয়া
এ সখ্যতা চিরন্তন।

তবুও তো চাইনি কিছুই কোনোদিন,
আজ বিদ্যুতের যুগ
কলুষতার শর বুকে বিঁধিয়ে আমায় বলতে বাধ্য করে
আমার একমাত্র অলংকার তোমরা ছিনিয়ে নিও না
তোমাদের লাভে আমার ঐকান্তিক জগৎটাকে নষ্ট কোরো না।