যে ব্যথা আমায় আকাশ চেনাল
মন-নদী ভবসাগরে মিশাল
অনন্ত গুণে তার হয়েছি স্বাধীন।
ফেনিল ঢেউয়ে যে স্মৃতি আসে ভেসে
চলে যায় রেখে নিভৃত আশ্বাসে
সে বিস্তৃত খোলা বাতাসের মত,সীমান্তহীন।
মিছে নয় তাকে চাওয়া,
অনল শিখায় হারিয়ে যাকে পাওয়া
অষ্টমী চাঁদে উঁকি, অন্তর গহীন।
যে ব্যথা আমায় আকাশ চেনাল
শিখী রঙে এ ভুবন ভরাল
সে রং দেখি আজি ছড়িয়ে আঁধারে,রঙিন।