প্রথম গল্প শূন্য ফলে
কাজের হিড়িক নাকচ বলে
ব্যথার মলম চিলেকোঠায়
দালান ঘরে জলসা চলে।


দ্বিতীয় গল্প পাংশেমুখে
বাঁচতে হয় দেদার সুখে
বিড়াল ছানার জ্বর হয়েছে
বাঘ,গরুও কাঁদছে দুখে।

তৃতীয় গল্প একটা শ্মশান
তন্ত্র মন্ত্র রাখতে নিশান
স্বজন গেছে বহুদূরে
ব্যর্থ মোহের সব অভিযান।

চতুর্থতে দুধ আর কলা
মিলন স্বাদ আহার ফলা
খন্ড 'চালে' ভাত রাঁধতে
পেরিয়ে চলে সারা বেলা।

পঞ্চমেতে অধিক ছটা
শিক্ষা শ্লথ, রূপের জটা
খই ছড়ানো বারান্দাতে
শেয়াল, কাকে ঝটাপটা।

ষষ্ঠ গল্প সামলে চলা
অহম গর্ব ব্যালান্স তুলা
সাতে পাঁচে সঙ্গী হয়ে
ঝোপ বুঝে কোপ,মারছে ঠেলা।

সপ্তম টা গল্প নয়
ফকির রাজ্যে গান হয়
"হরি দিন তো গেল,সন্ধে হলো
পার কর আমারে" ।