সময় এগোচ্ছে।
আমি সেখানেই দাঁড়িয়ে আছি ঠায়,
একপায়।
কে ,কখন , কবে , কোন দায়ে শাস্তি দিয়েছিল ভুলে গেছি প্রায়!

তবু দাঁড়িয়ে থাকা ঠায়
একপায়।