আমার জীবন 'আজ' - ওটুকুই
'আমার আমি' বাঁচবে আগামীতে,
কথায় কথা'র সত্য মিথ্যা
চলে লড়াই, ভাত শুধু নেই পাতে।
এক' -এর পিঠে একটা শূন্য-
শূন্য পিঠে এক
কত তফাৎ...
সবই যদি শূন্য হত
কিম্বা সবাই যদি এক
হতো তফাৎ?
হয়না তা তো জানি!
কিন্তু "সময়", 'শূন্য-এক' -এর আমদানি রপ্তানি।
আমার জীবন আজ -ওটুকুই
যা কিছু নেব হাতে
'আমার আমি'কে দিয়ে যাব তাই
বাঁচতে আগামীতে।
যতই বলি আঁধার আঁধার
সূর্যোদয়ে হয় কি দেরি?
গালি দিই- দুষ্ট নষ্ট ভ্রষ্ট জীবন,
তাই যদি হয়,কি যায় আসে তারই?
তোমার জীবন আজ -ওটুকুই
কি জমাবে বলো হাতে
'তোমার তুমি'কে দিয়ে যাবে তাইই
বাঁচতে আগামীতে।