আয়রে আকাশ, আয়রে আকাশ
সূর্য নিয়ে আয়
ঘুম ফুরাল ভোরের আগেই
উতলা মন চায়।
বটের ঝুরি ডাকছে আমায়
কলমি ফুলের মাঠ
কৃষ্ণচূড়ার ফুল বিছানো
উপল দিঘির ঘাট।
দৌড়ে যাব , দৌড়ে যাব
সূর্য আলো বেয়ে
কালকে রাতের ঝড়ের পরে
কু ডাকছে কে?
সকাল হলো ফুটলো আলো
পথের 'পরে ওই
ছুট লাগালাম সব বাঁচিয়ে
দিঘির জলে থই।
ঘুমের দেশে অতীত রাজার
সাধের কৃষ্ণচূড়া
নাছোড়বান্দা কলমিরা সব
বড়ই দিশেহারা।
দিঘির জলে ফুল ছড়ানো
চোখের জলে বেদন
চলবে করাত বুকের উপর
চলবে অঙ্গ ছেদন।
তাইতো আড়ি আবার আড়ি
ঝড়ের সাথে আড়ি
আবার নিল কেড়ে আমার
রূপকথার এক পরী।
এখন শুধু ভাঙা বাসায়
পাখির কিচিমিচি
ছুট লাগালাম দুহাত ভরে
কৃষ্ণচূড়ার বিচি।