সে যদি পাতা ওল্টায়
জেনো, মঞ্চ সাজবে তোমার পার করে আসা মূহুর্ত দিয়ে,
জীবন যখন বয়েছিল অন্য স্রোতে
কেমন করে ফিরেছ কিনারে বিশ্বাস নিয়ে।
সে যদি পাতা ওল্টায়
জেনো, সময়ের কাঁটা নিয়ে যাবে সে অতীতে
হয়তো সেখানে ব্যথার শিকলে সন্ধ্যা
আজ নিভৃতে দেখা হবে তার সাথে।
বিনিময়ে নোনাজল আর প্রতিবার ঋণশোধে
উপহার আজ, শুধুই প্রাণের হাসি
কে বা আমি অপরিচিতা, তার পরিচয় ভালবাসি।
সে যদি পাতা ওল্টায়
জেনো আকাশেরও মেঘ হাসবে,
ছেলেমানুষি আব্দারি সুখী খেলা
লুকোচুরি ভুলে ধ্রুবতারা হয়ে আসবে।
কিছু বা স্মৃতির অগোছালো আল্পনা
ছায়া, রূপ নিয়ে বানভাসি চাঁদে ভাসবে।
সে যদি পাতা ওল্টায়
অনুভবে প্রেমে, সুরে বা বিহনে
ঘরখানি এই ভরে
পার হওয়া পথ
আগামীর কাছে বলে
হেঁটেছ কেমন করে...
.
পাতায় আগত সকল বন্ধুগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।