কবিতা ভাবনায় দুঃখ আসে শত
মাঝে মাঝে লিখি হয়তো ইচ্ছে করেই,
একটু দুঃখ বিলাস হলে বুঝি
কবিতা লিখে আর কোন লাভ নেই।
আজকের জন্য কিছুই করিনি আজ,
আগামী তে কি জানি কি করবো;
বলতে বলতে শেষ হবে কালি,
হয়তো তখনও এভাবেই বলে যাবো।
জীবনের খাতা ফাঁকা ফাঁকা এক নদী ,
কিছু হাসি কিছু ব্যথা দিয়ে তাকে ভরি ,
যেতে যেতে কেউ রেখে যায় আমাকে,
আমি যেতে গিয়ে কারো পৃথিবীটা খালি করি।