বহুদিন পর আবার দেখা একটি কবিতার আসরে,
সেই চিকন গৌর মুখখানা
কত যত্নে সাজানো।
অনুসন্ধিৎসু চোখ
ঝলমল করছে বুকভরা আশায়।
পাঞ্জাবির বুকপকেটে অর্কিডের রেণু,
আর তার পাশে জ্বলজ্বল করছে
সোনালি কলমের মুখে চকচকে পাথরটা।
বড় সুন্দর মানিয়েছে তোমায়,
দেখলাম, মধ্যমার আংটিটা পরেছ কনিষ্ঠাতে
ও বড় করতে পারেনি নিজেকে তোমার মতো
তবুও তো যায়নি ফেলা;
টেবিলের ওপর তোমার সেই ডায়রিটা,
আর ওই...............
কে যেন হাত ধরে ডেকে নিয়ে গেল মঞ্চে
মুখোমুখি হলাম দুজনে ক্ষণকাল
তারপর একফোঁটা অশ্রুবিন্দু রেখে দিলাম আমার চিরকুঠ থেকে।
অভিনন্দন জানালো সবাই,
তুমিও।।

যদি বলি, বুকের অর্কিডটা খুলে,দিয়েছিলে আমার হাতে,মিথ্যে বলা হবে...
সেদিন যা পেলাম,তা অপার্থিব সুখ,
সায়ন্তনী।।