একটি সুন্দর বাক্স ছিল
নানান মণি খচিত
গোলাপি মুক্ত ,নীলাভ হীরা...
মণিষী বললেন,
"এক বাক্স অনেক জীবন,
তোমাকে দিলাম
কিন্তু তুমি এর অধিকারী নও
দায়িত্ব ভার প্রাপ্ত মাত্র।"
তারপর একদিন মণিষী চলে গেলেন,
সেই "দায়িত্ব ভার প্রাপ্ত" বাক্সটি স্ব-অধিকার ভুক্ত হল।
গোপনে তার জঠরে খচিত
গোলাপি মুক্ত,নীলাভ হীরা
চুরি গেল।
বঁড়শির আঘাতে,সাঁড়াশির সংঘাতে ক্রমাগত,
ক্রমাগত ক্ষত বিক্ষত হয়ে হয়ে
দিন গেল।
একদিন অন্ধকার এল
কুহকের অন্ধকার।
যে দিন দরকার হল আলো,
কিন্তু সেই বাক্সের মণি গেছে চুরি
আর,
শেকলে বাঁধা বোরে,গজ, নৌকো
সবাই নির্জীব।
নির্জীব এক একটি দাবার ঘুঁটি।
ছেলে ভুলানো সহানুভূতির সাপলুডোতে
সিঁড়ি খুঁজছে।
খুঁজছে
খুঁজছে,
খুঁজতে খুঁজতে কি খুঁজছে ভুলে গিয়ে
কেবলই কাঁদছে
আশায় বুক বাঁধছে
ভীতির গৃহ গাঁথছে,
অনেক জীবন এক হয়ে কি বাক্সটাকে সারছে?
খুঁজতে খুঁজতে 'কিসের খোঁজ' তাই কেবলই ভুলছে,
শুধুই ভুলে চলছে।