সাগরের বিপুল জলরাশি।
নদীর কাছে বিলাপ করে,
"সংগ্রহে তোর ওইটুকু জল
কেমনে চলিস বয়ে ?
পাহাড়ভেদী খরস্রোতা
মগ্ন ঝরণা হয়ে।
যতবার আমি প্রবাহী হতে
আছড়ে পড়ি তটে,
ফিরে যাই টানে
বহু রাগিণীর কুহেলিকা স্রোতজটে।"
উত্তরে নদী বলে,
"বয়ে যাই আমি, সন্ধানে 'তুমি'
আপনি হারাই তলে,
স্বকীয় সত্তা, প্রাণ প্রদীপ্তা
তোমাতে মিলাব বলে।"