নতুন করে সংসার সাজানোটাও বড়ো বালাই
বিশেষত সঞ্চয়ে অভ্যাসী মানুষজনের সংসার,
কত অপ্রয়োজনীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে চারদিকে।

সীমিত ঘর দুখানা হস্তান্তরিত হয়েছে,
তাই বলে কি ক্ষোভ করা চলে,
বরং এতো আনন্দের;

মায়া কেবল ঐ জিনিসগুলোর।

সংসারে পুরোনো নতুনের দ্বন্দ্ব চিরকালের;
তা সে যে পক্ষই শক্তিশালী হোক না কেন,
কদর দুজনকেই বুঝতে হয়।

এখন শুনি বেমানান জানালার পর্দাগুলো
নীল দড়ির দোলনাটা বাজেয়াপ্ত করেছে আলমারির কতখানি-
অদরকারি জিনিস যত!
এই চেয়ারের মতো,
তা হোক...
একদিকে নবজাগরণ,আর এক দিকে স্মৃতির মরণ।


তাও সবই বুঝলাম,শুধু বিস্ময় জাগে  
যখন দেখি বারান্দার ওই একটি কোণাও এত বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে।

সংসার তোর এ কী দশা!
তোর মাঝে দ্বন্দ্ব ছিল কিন্তু বিচ্ছেদ?