মত মানি না তর্ক অনেক
বলতে চলতে হিসেব বিবেক
সব হয়ে যায় লুঠ।
লুঠের রাজা ভব আনন্দ
তার কারণেই সব ঠিক ঠিক -
আনন্দ আনন্দ আনন্দ তে, সব
ভূতের নাচন নাচছি কেমন
তা ধিন তা ধিন রব, হা হা।

এই তো ঠিকই চলছিল বেশ
চললে শুধুই হয়?
গোলগাল মুখ ফুলতে ফুলতে
ফটাস্ ফেটে যায়।
যাতে না ফাটে তার জন্যই
ব্যস্ত বিশাল অঙ্ক
X কে ধরো, Y ধরো
ধরাধরি র ঝম্প।
ঝম্প- তবু মন্দ নয়
কাল্পনিকে সেরা
উত্তর প্রায় এক থাকবে
কেবল ওই একটু খানি ট্যারা ।

এখন যদি ওই ট্যারাতেই চোখ টেরিয়ে যায়?

তোমার বাপু পাগল হবার কোনো মুরোদ নাই ।


🤪🤪🤪