নাম নাম খেলা খেলব না আর
খেলব না লুকোচুরি
এবার আমি কবি হব
কাব্য করে ভারি...
নাহ্! তাও মন লাগে না
তোমরা হোয়ো কবি
অনেক অনেক কাব্য লিখো
মন ভরানো সবই।
এই জন্মের ছেলেমানুষি
সবাই কোরো ক্ষমা
অবাধ্য মন সুদূর পালায়
নাই ঠিকানা সীমা।
যেথায় আমার আবদারি রাজ
যেথায় আমার ঘর
সেথায় আমি পলাতকা
পরের থেকেও পর।
পাব যেদিন ইচ্ছেডানা,
তোমার দোরে এসে
ওই ফাগুনের জন্মদিনে
পায়েস ভালোবেসে।
বসব তোমার খিড়কিটাতে
বলব,মাগো দিবি কোল?
রাগ কোরো না, পায়েস দিও
আর দিও ওই ভেজা আঁচল।