সময় যখন একলা থাকার
আগে পিছে কেউ নেই আর
দেখছ হঠাৎ কেমন ফাঁকা?
বিরাট পৃথিবী।
সবাই যেমন তেমনি আছে
চারপাশেতে ভিড়ের মাঝে,
তোমার চোখেই নির্জনতা
নামল কেন কোন সে সুখে?
রঙিন পাতার পান্ডুলিপি
হঠাৎ হলো সাদা
স্বপ্ন শ্রীহীন।
গল্প লেখায় ভীষণ অবজ্ঞা!
তুমিও সখা সে প্রান্তরে
যেথায় আমার ছুটি
একনাগাড়ে স্মৃতির কিতাব
মেলছ চোখে দুটি।
শূন্যতায়....
আমি পারি কি ফিরিয়ে দিতে তোমায় ?