নিকোনো উঠোন
আঁধারের সামিয়ানায় জ্বলন্ত  প্রদীপ
তুলসিতলায়।
চৌকাঠে পরিবার, কৃষকের বউ দিয়েছে শাঁখে ফুঁ
শুনতে পেল পথিক;
গাছ পাড়া, ধানক্ষেতে জামা ওড়ায়
ছাপোষা কাকতাড়ুয়া,
শীতল নিঃশ্বাসে বিজয়ী ইঙ্গিত।
অসময়ি সীম ফুলে
ধীরে ধীরে স্পষ্ট চাঁদ।

পান্থশালায় ফেরারি কয়েকজন
স্যুটকেস বোঝাই পাথর-
বিস্তর গণণা, ছক আঁকা কাগজপত্র
পথিক থেমে
অসহায়।
থমথমে রাতে,
চৌকিদার হেঁকে চলে
"জাগতে রহো" ।।