মাঠের ঘাস মুখে পুরে বসে আছি
ধ্যাত্ তেরি,মান ভাঙাতে একটি হলেও মানুষ তো চাই
আছে খালি দুচারখানা গোরু
তাও আদর করতে চাইলে পরে গুঁতিয়ে আসে যেন
বোধহয় ভাবে, "খাওয়ার সময় বাগড়া দেওয়া কেন?"
ঘর থাকলে জ্বালা আরও, খাবার থালা নয়তো জলের বোতল
ডানা ছাড়াই জড় বস্তু হাওয়ায় ভেসে নামবে ভূতল।
এসব উপায় কবেকারের, ভাল্লাগেনা নষ্ট জিনিস
যে পুড়ে ফের জন্ম নেয়, রূপকথাতে সেই তো ফিনিক্স।
অবুঝ তাই স্থগিত কথা,আদ্যপান্ত নিস্তবদ্ধতা
ঘাসের শেকড় হয়তো জানে কোথায় জন্ম কোন নদীটার....