সমুদ্রের লবনাক্ত জল যেমন
গ্রীষ্মের তৃষ্ণায় আরও জ্বালা ধরায় বুকে
প্রতিটি মাছ কিন্তু জেতে জীবনের লড়াই

কাজলের নোনা জলে
সাদা সাদা স্বপ্ন অক্ষরে ভর দিয়ে
প্রতিদিন ডোবে ভাসে
ওরা মাছ নয়,গ্রীষ্মের তৃষ্ণা,
গরল-পিয়াসী,নীলকন্ঠ।