দু চোখ ভরে ঝরছে আগুন
থামতে পারি না কিছুতেই।
শূন্য কলম, ছিনিয়ে নিয়েছ কালি
শুধু ছাই ছাই আর ভস্মীভূত ছাই ...
এত আঁধারেও হাতড়ে বেড়াই তবু
বাঁচতে হবে জানি, বাঁচব বলে ।
দূর থেকে অভিশাপ ভেসে আসে ।
তোমার উপছায়ারা ধাওয়া করেছে
আমাকে টানছে পাতালে
তুমি এত খুশি কেমন করে ?
আমার সকল বাতাস বিষাক্ত করে...
তুমি এত খুশি কি করে?
..............................................
ইচ্ছে করছে এভারেস্টের চূড়ায় উঠে বরফের গভীরে আকাশের দিকে চোখ রেখে শুয়ে থাকি, মেঘ ছুঁয়ে থাকি।পারব না, যদি পারতাম যেতাম......