এক যে ছিল সবুজ মাঠ
সবুজ ধানে ভরা
ফলত সেথা সোনার ফসল
খুবই মনোহরা।
উটকো কিছু সাধুর দল,
ভক্তি ঝড়ের হাওয়া
সোনালি ধানের সমাধি স্তুপে
ধ্বজা ওড়াল আকাশছোঁয়া।
এক যে ছিল সবুজ মাঠ
সবুজ শস্যে ভরা
রোদ পালানো বিকেল আলোয়
ছড়াত সুবাস তারা।
শিল্পায়ন হলো সেথায়
দিগন্তকে ঢেকে
বিশাল উঁচু খিলানগুলোয়
পক্ষী মাথা ঠোকে।
আর ছিল এক সবুজ গ্রাম
মফস্বলের পাশে
মাছ পাখালি, গাছ গাছালি
ফুল ফুটত মনের আশে।
সেই গ্রামটাও শহর হলো
বুজল পুকুর জলা
পাকা ধান বর্গি খাতে
আমার কাঁচাকলা।
চাষ কারবার অশিক্ষিতের
আমার দেশটা জানে
হাড় জ্বলুনি, রোদ খাটুনি
কেই বা তা মানে;
তার চেয়ে বরং ঠোকো মাথা
পাথর দেবীর পায়ে
কারখানা টা হোক চালু 'মা'
বাঁচি পেটের দায়ে।
পকেট খালি,প্রশ্ন হাজার
কোথায় ছাঁটি, কোথায় কাটি
পূজোর দূর্বাও গুম মেরেছে
কিনতে রোজই বাজার ছুটি।
ফলের ভেতর বিষ ঢুকছে
চাহিদার ওই যোগান দিতে,
আসল স্বাদটা আর পাইনা
যদি খুঁজি দুধ বাটিতে।
রঙে চঙে বাহারি ঢঙে
তবুও আছি বেশ
দোষ দিয়ে দোষ নিয়ে
বাঁচি বাঁচি রেস্!
শ্রেষ্ঠ আমি, এই কি কম?
মঙ্গলে জল খুঁজি
নিজের ঘরে হাতড়ে জমিন
'মাটি উধাও' বুঝি।
গেল শ্রাবণ জলের লিটার
চারশো টাকা হলো
অক্সিজেন ট্যাঙ্ক ঘাড়ে করে
পৃথিবীতে চলো।
মহাকাশ যে অনেক দূরে
সবাই যেতে পারে?
তাই পৃথিবী 'মঙ্গল' হবে
সর্বজনের তরে।
ফ্রি এর দিন শেষ হলো ভাই
বাড়াও রোজগার পাতি
হেসে খেলে চোখের নুনে
দিন চলে যায় অতি।
পা চলেনা পা চলেনা
বন্দি বায়ুজালে,
মানুষ আমি শ্রেষ্ঠ হয়েও
শান্তি নাহি মেলে।
আজকে মাথা হেঁট হয়ে যায়
ওই পাখিটার কাছে
কালকে ওও হারিয়ে যাবে
মরা মাটির মাঝে।
সেদিন আমি বলব কাকে
কেউটে সাপের কত বিষ
মৃত্যু তারও আমার হাতেই
শ্রেষ্ঠত্ব অহর্নিশ !