উড়ছে আকাশ মন সুদূরে,
বৃষ্টি ঝরোঝরো
মেঘ সাগরে অপার বারি
মিলন গরগর...
নামবে ধারা,ভিজবে ধরা
আকুল হব দোঁহে।
গায় যদি মন পাগল পারা
এমনি যাব বহে।
হৃদয় আজি পাখির পালক
শূন্যে ডানা মেলে
ঐ পাহাড়ের চূড়ার মণি
মেঘের কোলে ঢলে।
বহ্নি সকল যাক নিভে যাক,
দাবানলের দহন
মুক্ত পৃথ্বী আবার জাগুক
নতুন আভরণ।

বৃষ্টি! মাগো ,এসো ধরার মাঝে
ঝরাও মায়ার শব্দরাজি
মনপুরীতে প্লাবন আজি
আকন্ঠ সুর তোমার তরে
রইল নিবেদন।
উড়ছে আকাশ মন সুদূরে,
বৃষ্টিস্নাত প্রাণ।

*********
বিশেষ ধন্যবাদ জানাই সঞ্জয় কর্মকার মহাশয়কে।"কবিতা শেখার ক্লাস"পর্ব ৩য় তে আমার  নিবেদন ছিল এই কবিতাটি।