আমি সাজাব তোমায় মোহন সাজেতে
একি আশা জাগে মনে!
তব ললাট কুমকুম আকিঁয়া দিব মন মেঘচন্দনে
চন্দ্ররেণু রাঙায়ে দিব কৃষ্ণ কেশ কোলে
কবরী সাজাব নয়ন কোণের একটি মুক্ত দিয়ে।
কর্ণ বাঁধিব হৃদয়বেণুর সপ্তম সুর দিয়ে।
বধূ অধরে থামিব,দুবার ভাবিব
কি জানি কী দিব সাজা়য়ে।
তব কনক কঙ্কণ না দিব আজ,
না দিব গলের হার...
কেবলি প্রেমের জ্যোৎস্না ভরাব,
অশান্ত অন্ধকার।।
বধূ প্রেমের পূজার যে কটি ফুল রাখিও সঙ্গে যতনে।
শেষ বরমাল্য দিব যে আজ এমনি শেষের ক্ষণে,
আমি সাজাব তোমায় মোহন সাজেতে-
একি আশা জাগে মনে।।