ভাবছ বুঝি,
      ভোর যদি হয় আমায় ছাড়া?
কোলের আঁচল তুলেই দেখ
       গভীর ঘুমে আমি
আছি তোমার আঙুল ধরে।

মাম্পি বলে ডেকো না যেন
       স্বপ্ন তবে যাবেই ভেঙে,
আলতো করে বালিশ টেনে
        শুইয়ে দিও আদর করে।

সব কাজ শেষ হলে পর
        আসবে যখন ঘরে,
দেখবে আমি জানালাপাশে
         একলা পাখি হয়ে ,
আনমনা সে গাইছি গান
        তোমার সুরে সুরে।

গাইবে তুমি সকাল আলোয়
          নতুন কলিখানি,
বিভোরভাবে শুনব আমি
           মুগ্ধ হব জানি।


দুপুরবেলা খাবার পরে
         যাবে যখন বাগানে,
তাকিয়ো না যেন পিছন ফিরে
         চেয়ে দেখো তোমার পাশেই আছি
তোমার ছায়া  হয়ে।

বাগান তোমার ভরাই জানি
       নতুন ফুলে রঙে।
ছড়িয়ে দিও জলের কণা,
        স্নহের স্পর্শ দিয়ে
ফেরার সময় যেওনা যেন
          কদম গাছের তলে
ভাববে আবার কোথায় গেল,
           আমার সে ফুল
পাথর বুকে তুলে।

আর যাও ও যদি
      চোখ দিয়ে মণি ঝরিয়ো না যেন,
আমি যে তবে ঝরে যাব,
          থাকব নাগো চোখের কোণে।
কাজল তোমার ধুয়ে যাব
          টিপ দেবে না কপালে?

সন্ধ্যা বেলায় তারা হয়ে
   দেখব তোমায় উপর থেকে।
চুল বেঁধে ওই বারান্দাতে আসবে যখন,
        টুকি বলে ডাকব তখন।
খুঁজবে তুমি আমায়
         মেঘের ভাঁজে ভাঁজে,
লুকোচুরি খেলব মাগো
           দারুণ মজা হবে।
অনেক পরে হালটি ছেড়ে
            মানবে যখন হার,
ঝরব আমি তোমার কোলে
           আসব বারংবার।

কেঁদো না মা শোনাও গান,
          হাতটা মাথায় দিয়ে
ঘুম যে চোখে জড়িয়ে আসে
            বুঝি জীবন,রাত্রি এলো নিয়ে  ।।