এ দেওয়ার কোনো শেষ নেই,
মধ্যরাতে যে তারাটি আকাশে আলো দিয়ে যায়
ঘুমের ঘোরে তার মিশুকে হাসি বিদ্রুপ করে ল্যাম্পপোস্টের আলো জ্বালিয়ে দি।
সর্বক্ষণে  আলোর বন্যায় সে ভাসিয়ে রাখে রাতটাকে।
চিকন সবুজ পাতা যে রসের আধার,
সরস জীবন বিলিয়ে যায় আজন্মকাল।
তাকে অখন্ড রাখা নাকি সভ্যতার বিপক্ষে!
দুশো ছয়টি অস্থিবিশিষ্ট প্রাণী,মেরুদন্ডহীন হয়ে তার সর্বস্ব লোপাট করে চলেছে,
আর সেই প্রিয়জন নিঃস্বার্থ প্রেমে আপনাকে বিলিয়ে দিচ্ছে অবলীলায়।